নবীগঞ্জে সহযোগিসহ নারী ইয়াবা বিক্রেতা আটক

0
18

জি-নিউজ ডেস্ক:: হবিগঞ্জের নবীগঞ্জ গজনাইপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (১১ মার্চ) গজনাইপুর বিজনা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জানা যায়, উপজেলার গজনাইপুর গ্রামের মাদক ব্যবসায়ী হাসনা বেগম এলাকায় ইয়াবা ব্যবসা গড়ে তুলেন। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যম্পের এএসপি মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র‌্যাবের একটি টিম হাসনা বেগমের বাড়ি বিজনা নদীর পাড়ে অভিযান চালায়।

অভিযানকালে, র‌্যাব সদস্যদের প্রতিরোধসহ দা দিয়ে কুপানোর হুমকিও দেয় হাসনা বেগম। পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার সহযোগি একই গ্রামের মৃত শরিয়ত মিয়ার পুত্রসহ হাসনা বেগমকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার বাড়ি তল্লাশী করে ৫শ ৭০ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ২৭ হাজার ৩শ ৬৭ টাকা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি আঁচ করতে পেরে হাসনা বেগমের ভাই মাদক ব্যবসায়ী সারজান মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে র‌্যাব-৯এর এএসপি আনোয়ার শামীম জানান, হাসনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কয়েকবার চেষ্টা করেও তাকে গ্রেফতার করা সম্ভব যায়নি।

কোন মন্তব্য নেই