“নভেম্বরে প্রথম সপ্তাহে তফসিল, জানুয়ারীতে সংসদ নির্বাচন”—গাজীপুরে নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের শ্রীপুরে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।
এসময় নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সমপূর্ণ স্বাধীন, সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। সংবিধানের বাহিরে যাওয়ার উপায় নেই। রাজনৈতিক কোন সংকট থাকলে সেটা রাজনীতিবিধরা সমাধান করবেন।আপনারা দেখেছে গাজীপুর সিটি কর্পোরেশন সহ কয়েকটি নির্বাচন এখানে মানুষ সুন্দর ভাবে ভোট দিয়েছে। নির্বাচন সুষ্ঠ হয়েছে।
তিনি আরো বলেন,
নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে।জানুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে একটি এ্যাপ্স তৈরী করা হচ্ছে নির্বাচনের দিন ভোটাররা তাদের ভোট দিয়ে ঘরে বসে নির্বাচনী রেজাল্ট দেখতে পারবেন।
ভোটকেন্দ্রে বেলেট পৌচ্ছানোর ব্যাপারে তিনি বলেন, যেসব এলাকা দুর্গম ও পাহারি এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখে বেলেট আগের দিন রাতে পাঠানো হবে। তা ছাড়া ব্যালেট পেপার সকাল বেলা পাঠানো হবে।
মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল,প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম,ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো:ফরিদুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ. এইচ.এম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাচন কমিশনার আল নোমান, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠিনে ৩০ জনের মধ্যে স্মার্ট কার্ড বিতরন করা হয়। প্রথম পর্যায়ে উপজেলার ২ লাখ ৮৫ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার সকল ভোটারগন স্মার্ট কার্ড পাবেন।স্মার্ট কার্ড নিতে আপনাদের পূর্বের এনআইডি কার্ড জাতীয় পরিচয় পত্র সাথে আনতে হবে বলে জানান নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।