নরসিংদীতে নতুন করে করোনা শনাক্ত ৪৮, মোট আক্রান্তের সংখ্যা ১০৭৯

0
15

জি-নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে চলেছে নরসিংদী জেলায়। এতে বাদ যায়নি চিকিৎসক, পুলিশ, আনসার, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী।

সোমবার (১৫জুন) নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ৮ জুন সংগৃহীত ৯ জুন পাঠানো ১১৭টি নমুনার মধ্যে ৪৮টি করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ২১টি সদর উপজেলার, ২টি পলাশ উপজেলার, ৫টি মনোহরদী উপজেলার, শিবপুর উপজেলার ৬টি, বেলাব উপজেলার ৩টি ও রায়পুরা উপজেলার ১১টি। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ১৭৯ জন। এবং মৃত্যু ১৮ জন। মৃতদের মধ্যে ২০ এপ্রিল নরসিংদী সদর উপজেলা মাধবদীর পুরানচরের ১জন, ২৩ এপ্রিল একই উপজেলার ভাগদীর ১ জন, ৩০ এপ্রিল পলাশের মাঝেরচর গ্রামের ১ জন, ৮ মে পাঁচদোনায় ১জন, ১১ মে এবং ১৯ মে মাধবদীতে ১জন করে ২ জন, ২৫ মে বেলাব উপজেলায় ১জন ও ২৬ মে সদরের ১জন, ২৯ মে রায়পুরা উপজেলায় ১জন, ৩০ মে সদর উপজেলার শেখেরচর একজন নারী ও ৩১ মে মাধবদীর আনন্দীতে ১জন, ৩ জুন নরসিংদীর বাসাইলে ১ জন, ৫ জুন রায়পুরায় আদিয়াবাদে ১ জন, ৭ জুন নরসিংদী সদরের রাঙ্গামাটি কান্দাপাড়ার ১ জন নারী, ৮ জুন বেলাবর ১ জন, ৯ জুন নরসিংদী সদর উপজেলার হাজীপুরের ১ জন, ১০ জুন মনোহরদীর ১ জন, ১৪ জুন শিবপুর উপজেলার ১জন, ১৫ জুন নরসিংদী সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ ১ জনসহ মোট ১৮ জন করোনায় মৃত্যুবরণ করেন।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৩৬ জন, রায়পুরা উপজেলায় ৭৬জন, পলাশে ৯৩ জন, শিবপুরে ৭৮ জন, বেলাব উপজেলায় ৫৭ জন ও মনোহরদী উপজেলায় ৩৯ জন।
উল্লেখ্য, নরসিংদী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের একজন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন