জি-নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে চলেছে নরসিংদী জেলায়। এতে বাদ যায়নি চিকিৎসক, পুলিশ, আনসার, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী।
সোমবার (১৫জুন) নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ৮ জুন সংগৃহীত ৯ জুন পাঠানো ১১৭টি নমুনার মধ্যে ৪৮টি করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ২১টি সদর উপজেলার, ২টি পলাশ উপজেলার, ৫টি মনোহরদী উপজেলার, শিবপুর উপজেলার ৬টি, বেলাব উপজেলার ৩টি ও রায়পুরা উপজেলার ১১টি। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ১৭৯ জন। এবং মৃত্যু ১৮ জন। মৃতদের মধ্যে ২০ এপ্রিল নরসিংদী সদর উপজেলা মাধবদীর পুরানচরের ১জন, ২৩ এপ্রিল একই উপজেলার ভাগদীর ১ জন, ৩০ এপ্রিল পলাশের মাঝেরচর গ্রামের ১ জন, ৮ মে পাঁচদোনায় ১জন, ১১ মে এবং ১৯ মে মাধবদীতে ১জন করে ২ জন, ২৫ মে বেলাব উপজেলায় ১জন ও ২৬ মে সদরের ১জন, ২৯ মে রায়পুরা উপজেলায় ১জন, ৩০ মে সদর উপজেলার শেখেরচর একজন নারী ও ৩১ মে মাধবদীর আনন্দীতে ১জন, ৩ জুন নরসিংদীর বাসাইলে ১ জন, ৫ জুন রায়পুরায় আদিয়াবাদে ১ জন, ৭ জুন নরসিংদী সদরের রাঙ্গামাটি কান্দাপাড়ার ১ জন নারী, ৮ জুন বেলাবর ১ জন, ৯ জুন নরসিংদী সদর উপজেলার হাজীপুরের ১ জন, ১০ জুন মনোহরদীর ১ জন, ১৪ জুন শিবপুর উপজেলার ১জন, ১৫ জুন নরসিংদী সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ ১ জনসহ মোট ১৮ জন করোনায় মৃত্যুবরণ করেন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৩৬ জন, রায়পুরা উপজেলায় ৭৬জন, পলাশে ৯৩ জন, শিবপুরে ৭৮ জন, বেলাব উপজেলায় ৫৭ জন ও মনোহরদী উপজেলায় ৩৯ জন।
উল্লেখ্য, নরসিংদী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের একজন।