র্যাব-৫, এর অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ২৬ ফেব্রয়ারি ২০২০ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন পারবো হাগুরিয়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিয়ানে,মাদক ব্যবসায়ী মোঃ সুমন ইসলাম (১৯), পিতা-মোঃ জিল্লুর রহমান, সাং-চকধাদাশ, থানা-বেলপুকুর, জেলা-রাজশাহী ২। মোঃ আনোয়ার হোসেন @ দুলাল (২২), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-কুরুষা, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রামদ্বয়কে ৬৬ কেজি গাঁজা,০১ টি কাভার্ট ভ্যান, ০২ টি মোবাইল ,০৩ টি সীমকার্ড , ০১ টি মেমোরীকার্ড সহ গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।