নানান আয়োজনে কালিগঞ্জ পৌর মেয়রের জন্মদিন পালন

0
3

জন্মদিনে ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন, কালিগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন

মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
সোমবার (২৩অক্টোবর) দিনভর লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানা ফুলের শুভেচ্ছায় কেটেছে তাঁর। এছাড়াও মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি।

এদিন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি কালিগঞ্জের শান্তি কন্যা জনাব মেহের আফরোজ চুমকি এমপি, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,ছাত্রলীগ পৌর পরিষদ, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠান, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, পৌর মেয়র এস এম রবীন হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, আমার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্খী, প্রতিবেশী, পরিবারবর্গ, পৌর পরিষদ, কর্মকর্তা-কর্মচারী, ফেসবুকের বন্ধুবান্ধব ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, যারা আমার জন্মদিনে ব্যক্তিগতভাবে, মোবাইলে, ফেসবুকে এবং বিভিন্নভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমি আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

তিনি আরো বলেন, আপনারা যেভাবে আমার পাশে আছেন এবং ঠিক একই ভাবে ভবিষ্যতেও থাকবেন এটা আমার বিশ্বাস। এমনি করে আপনাদের দোয়া, ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন