নাভারন হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত
মোহাম্মদ নজরুল ইসলাম,বিশেষ প্রতিনিধঃ
সুশৃঙ্খল, সুরক্ষিত মহাসড়ক “কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ অক্টোবর সকাল ১০ টার সময় নাভারণ হাইওয়ে থানার উদ্দ্যোগে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠিত সভায় নাভারণ হাইওয়ে থানার এস আই আরাফুজ্জামানের সঞ্চালনায় ও নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।
বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, আকিজ কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ইনামুল কাদির শামিম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, নাভারণ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক আমিনুর রহমান, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সালাম ।
এসময় হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।