নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় শনাক্ত ২৬,মোট শনাক্ত ৩৩১৭

0
11

জি-নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ২৬ জন। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। জেলায় সুস্থ হয়নি কেউ। এ নিয়ে ৫ জুন শুক্রবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৩১৭ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৮৪২ জন।

৫ জুন শুক্রবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বন্দর উপজেলায় (৫টি ইউনিয়নে) নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ জনের, নাসিক এলাকা থেকে ৯৯ জন, রুপগঞ্জ উপজেলা থেকে ১৪৩ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫৯ জন এসং সোনারগঁ উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ জনের।এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ৩৪৫ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১৫ হাজার ১৫১ জনের। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় কোভিট-১৯ পজেটিভ এসেছে ২৬ জনের। আড়াইহাজার এলাকায় গত ২৪ ঘন্টায় ১জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৬১ জন, বন্দর উপজেলায় ৫টি ইউনিয়নে) গত ২৪ ঘন্টায় ১ জন সত সোট ১০০ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ১৫ জন সহ মোট ১ হাজার ২৭১ জন, রুপগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ৪৩৪ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৯ জন সহ মোট ৯৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ২৬ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৩১৭ জন।আক্রান্তদের মধ্যে ৫জুন শুক্রবার পর্যন্ত আড়াইহাজারে মৃতের সংখ্যা ২ জন এবং সুস্থ হয়েছে মোট ৩৭ জন। বন্দর উপজেলায় (৫টি ইউনিয়নে) মৃতের সংখ্যা ২ জন এবং সুস্থ হয়েছে ১৭ জন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন