নারায়নগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

0
27

জি নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের ভৈরবেরটেক এলাকায় একটি মাইক্রোবাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন।

আজ রবিবার (২০ জানুয়ারি) ভোরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার পরিচয় জানা গেছে।নিহতরা হলেন- আড়াইহাজার উপজেলার বড় ফাউসা এলাকার ইভু বাবুর্চির ছেলে রিপন (৩২), বাঘা নগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৩৭), ফাউসা এলাকার জহর আলীর ছেলে রাজু (৪০) ও মাউরাদি এলাকার কাদেম আলী মোক্তারের ছেলে শহিদুল্লা মোক্তার (৪৫)।

জানা যায়, ঘন কুয়াশার কারণে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই ৪ জনের মৃত্যু হয়।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, ভোরে সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ১৫৫৪৮৩) ৪ জন ঢাকা থেকে আড়াইহাজার যাচ্ছিল। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা মাদকসক্ত ছিলেন। তাদের বাড়ি আড়াইহাজারের বলে তৎক্ষণাৎ জানা গেছে।

তিনি আরো জানান, নিহতদের স্বজনরা কোনো কিছু না জানিয়েই মরদেহগুলো নিয়ে গেছে। খাদের পানিতে ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।

কোন মন্তব্য নেই