ঢাকা: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জি-নিউজ২৪ এর পক্ষথেকে মরহুমের রুহের আত্নার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সোমবার সকালেই তার লাশ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা করা হবে বলে জানিয়েছেন কামরান পরিবারের সদস্যরা।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিলেট যুবলীগে নেতা মেহেদী কাবুল বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে লাশ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন পরিবারের লোকজন।
এদিকে সিলেটের আওয়ামী লীগ নেতারা বৈঠকে বসেছেন। ওই বৈঠকে মরদেহ সিলেটে আনার পর জানাযাসহ করণীয় বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে বৈঠকে।
৫ জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণে তাকে প্লাজমা থেরাপি দেয়ার সিদ্ধান্ত নেন। তার দেহে করোনাজয়ী কারো ‘এ’ পজিটিভ রক্তের সংগৃহীত প্লাজমা থেরাপি দেয়া হয়।
তার স্বজনরা জানান, হাসপাতালে প্লাজমা থেরাপি দেয়ার পর পরই বদর উদ্দিন আহমদ কামরান কিছুটা সুস্থ হয়ে ওঠেন। রোববার মধ্যরাতে শারিরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
কামরান সিলেট সিটি কর্পোরেশনের একাধিকবার মেয়র পদে ছিলেন। পাশাপাশি মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এক যুগের বেশি সময়। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে ছিলেন আমৃত্যু।