নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা, নিরাপদে বাংলাদেশ ক্রিকেটাররা

0
34

জি নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরতে জাম্বারে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের দাবি এ ঘটনায় ৬ জন নিহত ও ২০-৩০ জন আহত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তবে নিরাপদে রয়েছেন তারা। স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় এ হামলা হয়।

স্থানীয় পত্রিকার বরাত দিয়ে জানা যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন মসজিদে প্রবেশ করতে যাচ্ছিল তখন একজন মহিলা তাদের মসজিদের ভেতরে বন্দুকধারীদের অবস্থানের কথা জানায়। পরে বাংলাদেশের খেলোয়াড়রা একটি বাসের ভেতরে এসে মেঝেতে শুয়ে পড়ে।

এদিকে আগামীকাল ক্রাইস্টচার্চের হুগলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল বাংলাদেশের।

সূত্রঃ চ্যানেল ২৪।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন