নিউজিল্যান্ডে যারা নিহত হয়েছে আল্লাহ্ যেন তাদের জান্নাতবাসী করেন ——মো. মাশরাফি বিন মর্তুজা এমপি

0
92

নিউজিল্যান্ডে যারা নিহত হয়েছে আল্লাহ্ যেন তাদের জান্নাতবাসী করেন
——মো. মাশরাফি বিন মর্তুজা এমপি

সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় তারাগঞ্জ ক্রিকেট লীগ ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওডিআই) মো. মাশরাফি বিন মর্তুজা এমপি।তারাগঞ্জ সূর্যোদয় স্পোটিং ক্লাবের উদ্যোগে ১৫ মার্চ শুক্রবার সকালে তারাগঞ্জ এইচএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজ মাঠে মাননীয় প্রধান মন্ত্রীর উপ-প্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকন এ খেলার উদ্বোধন করেন।

মাশরাফি বিন মর্তুজা বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদের ঘটনায় অল্পের জন্য আমাদের খেলোয়াররা রক্ষা পেয়েছে। এ সন্ত্রাসী হামলার ঘটনায় তিব্র নিন্দা জানাই। এত খারাপ সংবাদের ভিতরেও আমাদের প্লেয়াররা অক্ষত অবস্থায় আছে। নিউজিল্যান্ডে যারা নিহত হয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।

আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আ.লীগের সহ সভাপতি এ্যাড আমানত হোসেন খান, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন, জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মুহাম্মদ নূরে আলম সুমন, উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।

ক্রিকেট লীগ ফাইনাল টুর্ণামেন্টে একতা কিশোর সংঘ ও ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব এ দু’দল অংশগ্রহণ করে। জয়ী ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবের হাতে মাশরাফি বিন মর্তুজা খেলা শেষে পুরস্কার তুলে দেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন