নিখোঁজের ৫ দিন পর শাহজিবাজার দুর্গম পাহাড়ে যুবকের অর্ধগলিত লাশ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিখোঁজের ৫ দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার। চুনারুঘাট উপজেলার শাহজীবাজার দুর্গম পাহাড়ি এলাকার আকাশি বাগান থেকে রাসেল মিয়া (৩২)র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া এলাকার আব্দুল খালেকের পুত্র। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল গত ৫ দিন আগে নিখোঁজ ছিল। নিখোঁজের পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাকে পায়নি। গত ১০ মে এ মর্মে শায়েস্তাগঞ্জ থানায় নিখোঁজের বিষয়টি অবগত করা হয়।
বৃহস্পতিবার বিকেলে রঘুনন্দন ফরেস্টের লোকজন চুনারুঘাট উপজেলার আকাশি বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশেকে খবর দেয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত লাশ সন্ধ্যায় উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি রাশেদুল হক জানান, স্বজনদের ধারণা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গুম করতেই দুর্গম পাহাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা