নেত্রকোনায় অভিভাবকের থাপ্পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

0
65

 নেত্রকোনা প্রতিনিধি : ০২ জুলাই, ২০১৮ইং নেত্রকোনার কলমাকান্দায় অভিভাবকের থাপ্পড়ে উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ে হাইস্কুলের প্রধান শিক্ষকের মৃত্যুর হয়েছে। রোববার (১ জুলাই) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় সোমবার (২ জুলাই) দুপুরে নিহত প্রধান শিক্ষকের ছোট ভাই আলাল উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত অভিভাবক চাঁন মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল (৫০) হত্যাকান্ডের ঘটনায় জড়িত চাঁন মিয়াসহ তার সহযোগিদের দ্রুত গ্রেফতারে দাবিতে সোমবার সকাল থেকেই উপজেলা সদরে ছাত্র-শিক্ষকসহ এলাকার হাজারো মানুষ দফায়-দফায় বিক্ষোভ মিছিল করতে থাকেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রায় আধা ঘন্টা সময় ধরে কলমাকান্দা থানা ঘেরাও করে রাখেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে কলমাকান্দা উপজেলার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মারুফ আহমেদকে ষান্মাসিক পরীক্ষার ফি এনে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল। এতে ক্ষিপ্ত হন মারুফের বাবা চাঁন মিয়া। ক্ষিপ্ত চাঁন মিয়া ও তার কয়েকজন স্বজন মিলে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চাঁন মিয়া প্রধান শিক্ষকের বুকে স্বজোরে থাপ্পর দেন। এতে প্রধান শিক্ষক গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডি্যোল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রোববার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই শিক্ষক। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় চান মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলেই মৃত্যুর রহস্য উদঘাটিত হবে বলেও জানান ওসি।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন