উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ নড়াইলে চরম ভাবে কিশোর-কিশোরীর মাঝে ছড়িয়ে পড়ছে মোবাইলের মন্দ দিক গুলো, আসক্ত হচ্ছে তারা ফেইসবুক আর গেমের অবাদ ইন্টারনেট বিশ্বে। মোবাইল মহামারি বিপদের সম্মুখিন এই সমস্ত শিক্ষার্থী স্কুল কলেজের লেখা পড়ায় মনযোগী করতে হিমসিম খাচ্ছে অভিভাবকরা, অন্যদিকে নৈতিকতা হারাচ্ছে, এদের কেউ কেউ হয়ে পড়ছে পারিবারিক ছোটখাটো অপরাধের সাথে সম্পৃক্ত, অবক্ষয়ের মোবাইল নেশায় নিদ্রাহীন হয়ে ভারসাম্য হারিয়ে ফেলছে, স্কুল কলেজে যাবার পথে হেড ফোনে আনছে বয়ে পথ চলায় দুর্ঘটনা। বিষয় গুলো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি মোবাইল ব্যবহার রোধে কঠর হলেও হতাস হতে হয় অনেক ক্ষেত্রে। মোবাইল কোম্পানীর একটি পরিসক্ষান বলছে দেশে মোবাইল গ্রাহক ১২ কোটা ৬০ লাখ, তার মধ্যে ফেইসবুক ব্যবহারকারির সংখ্যা ৫ কোটি, ফেইসবুক ব্যবহার কারিদের মধ্যে অধিকাংশ অপ্রাপ্ত বয়স্কো। ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষকরা মনে করেন পারিবারিক বন্ধন আর ধর্মীয় শিক্ষা প্রতিটি পরিবার থেকেই রাখতে হবে সেই সাথে প্রয়োজন বুঝেই শিক্ষার্থীদের হাতে মোবাইল দেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নিতে হবে। বিষয় টি নিয়ে নড়াইল পৌর কমিশনার মাহাবুর আলম বলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষর্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, এছাড়াও আমার প্রতিষ্ঠান অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকে।