নড়াইলে ডেকে নিয়ে পাটক্ষেতে স্কুল ছাত্রীকে ধর্ষণ: মেয়েটি এখন পুলিশ হেফাজতে

0
19

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:: নড়াইলের নড়াগাতি থানার চান্দেরচর-পঞ্চ গ্রাম নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্কুল পাশের পাটক্ষেতে চান্দেরচর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত নড়াইলের নয়ামাউলি গ্রামের সমেদ মোল্যাকে (৩০) আটকের জন্য মাঠে নেমেছে পুলিশ। সমেদ মাউলি গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে। ভূক্তভোগী স্কুলছাত্রী জানায়, বেলা ১১টার দিকে নড়াইলের মাউলি গ্রামের দুর সম্পর্কের মামা সমেদ মোল্যা তার সঙ্গে স্কুলে এসে কথা বলার জন্য পাশে ডেকে নেয়। কথা বলার এক পর্যায়ে সমেদ মোল্যার গতিবিধি খারাপ মনে হলে, মেয়েটি স্কুল ক্যাম্পাসে ফিরে আসতে চায়লে সমেদ তাকে বাঁধা দেয়। ওড়না দিয়ে মেয়েটির মুখ বেঁধে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ভূক্তভোগী মেয়েটি স্কুল এসে তার শিক্ষকদের জানায়। এ সময় শিক্ষকেরা তার পরিবারকে খবর দেয়। মেয়েটি এখন নড়াইলের নড়াগাতি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

নড়াইলের নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত দের আটকের চেষ্ঠা চলছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন