নড়াইলে নিখোঁজের ১১দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

0
16

উজ্জ্বল রায়,নড়াইল থেকেঃ নড়াইলের নবগঙ্গা নদীতে নিখোঁজের ১১দিন পর কালু শেখ (২৪) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ১১টার দিকে নড়াইলের বারইপাড়া ফেরীয়াট এলাকা থেকে স্থানীয়রা ওই মৃতদেহ উদ্ধার করে। নিহত কালুশেখ নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দার চর গ্রামের মালেক শেখের ছেলে। স্থানীয়রা জানায়, গত ৯জুন দুপুরে কালু শেখ নড়াইলের নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরীঘাট এলাকায় গোসল করতে যায়। এসময় প্রবল স্রোতের টানে এক পর্যায় চলন্ত ফেরীর তলে গিয়ে তলিয়ে যায়। গত কয়েকদিন ধরে ডুবুরীর মাধ্যমে বহু খোজা খুজির পরেও যুবকের মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি। সকাল ১১টায় নড়াইলের বারইপাড়া ফেরীঘাট এলাকায় তার মৃতদেহ ভেসে উঠে। নড়াইলের কালিয়া থানার এসআই শিমুল দাশ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের ‘নবগঙ্গা নদীতে ডুবে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধারের পর তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই