নড়াইলে মরা গরুর পঁচা মাংস বিক্রির সময় গ্রেপ্তার-১
উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ বাজারে মরা ও পচা, গরুর মাংস বিক্রির অভিযোগে বাচ্চু শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাচ্চু শেখ নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গিয়া গ্রামের বাসিন্দা। গতকাল সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নড়াইলের লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া বাজারে ওই মাংস বিক্রির স্থানে গেলে অন্য চারজন পালিয়ে যায়। বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। কিন্তু, তিনি দোষ স্বীকার না করায় ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী তাঁকে দন্ড দেওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালত আইনের ৭/৪ ধারা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে নড়াইলের প্রধান বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।