জি-নিউজ ডেস্কঃ
পঞ্চগড় জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের কালে হাতেনাতে মোঃ আমিজুল হক ওরফে শুক্র (৩৪), কে আটক করে র্যাব।
জিজ্ঞাসা করলে সে বলে, –আপনি প্রচলিত আইনসিদ্ধ ব্যবসা বা চাকুরী করতে পারেন না?
–করি, স্যার।
–তাহলে এই ফেন্সিডিল(মাদক দ্রব্য) চালান করছেন কেন?
–স্যার, সীমান্ত থেকে পার্টির কাছে পৌছে দিলেই প্রত্যেক বোতল প্রতি ১৫০-২০০ টাকা লাভ। তাই করি।
লোভ করা মহাপাপ। এইভাবেই আমার আপনার পরিবারের তরুন ও যুব সম্প্রদায় জড়িয়ে পড়ছে মাদক পরিবহন ও ব্যবসার সাথে শুধুমাত্র কিছু টাকার লোভে।
এই ঘটনা প্রত্যক্ষদর্শী র্যাব-১৩, সিপিসি-২( নীলফামারী ক্যাম্প) এর একটি অভিযানিক দল। র্যাব-১৩ এর অভিযানিক দল ১২জুলাই ২০২০ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের কালে হাতেনাতে মোঃ আমিজুল হক ওরফে শুক্র (৩৪), পিতা- মেবার উদ্দিন, সাং-টিয়াপাড়া, থানাঃ সদর, জেলাঃ পঞ্চগড় কে আটক করে। উক্ত মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উল্লেখিত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার পরিবার ও আশেপাশের কেউ যাতে মাদক ক্রয়, বিক্রয় বা পরবহনে জড়িয়ে না পড়ে সেইদিকে সতর্ক থাকুন। পারিবারিক শিক্ষাই হোক মাদকের বিরুদ্ধে যুদ্ধের প্রধান হাতিয়ার।