পলকবিহীন”
লিখেছেন
জেবু নজরুল ইসলাম
বুকের সমস্ত ভালবাসা
ঢেলে দিয়েছি আকাতরে,
তবুও এমন কেন হলো জানি না,
ভালবাসা চলে গেছে শেষবারের মতো
বসন্তঋতুর ন্যায় ছুঁয়ে দিয়ে আমাকে।
নীলাঞ্জনশোভিত নয়ন দুটি স্থির
পলকবিহীন,
চোখে মুখে যেন ভীষণ আকুতি,
বলা হলো না জীবনের শেষ কথা
অসহায় স্তন্ধ হয়ে আছে আঁখি দুটি।
চঞ্চল অস্থির জনপদ শ্রান্ত ক্লান্ত হয়ে
ঝিমিয়ে গেছে, বুকের ভেতর শুনা যায়
বিরহী ঘুঘুর আর্তচিৎকার,গাছের পাতারা
নির্বাক নয়নে তাকিয়ে আছে
বাতাস যেন বদ্ধ হয়ে গেছে চিরতরে,
ক্ষণে ক্ষণে ঝিল্লির ক্ষুদ্ধ কণ্ঠ স্বরে
কেঁপে কেঁপে উঠে সাথীহারা অন্তর।
অপলক তাকিয়ে শুধু ভেবেছি
ভালবাসা আর ফিরে আসবে না আর
এই মাটির পৃথিবীর পরে,
ভয়াল ভ্রূকুটি হানি বিক্ষুব্ধ বৈশাখী
নিয়ে গেছে তাকে দূর বহু দূরে।