পাবনার সাংবাদিক সুবর্ণা নদী হত্যার বিচারের দাবীতে গাজীপুরে মানববন্ধন।

0
58

জি নিউজ ডেস্কঃ গাজীপুর: পাবনার সাংবাদিক সুবর্ণা নদী হত্যার বিচারের দাবীতে গাজীপুরে মানববন্ধন হয়েছে।

আজ বিকালে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে ওই মানববন্ধন হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ড. এ কে এম রিপন আনসারী, যুগ্ম সম্পাদক জাহিদ বকুল, তুহিন সারোয়ার দপ্তর সম্পাদক, আলী আজগর পিরু, নির্বাহী সদস্য মোঃ শাহজাহান, মাজহারুল ইসলাম কাঞ্চন, মোঃ আক্তার হোসেন, মোঃ মাহবুব আলম, আব্দুর রহমান, মনির হোসেন মানিক, এ বি সিদ্দিক প্রমূখ।

গাজীপুর অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, যুগ্ম সম্পাদক এম ইউ আহমেদ ভূইয়া রিমন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন, দপ্তর সম্পাদক সোলায়মান সাব্বির প্রমূখ।

এ ছাড়া গাজীপুর অনলাইনের সম্পাদক এম এ কবীর, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন দেওয়ান, গাছা প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, কোনাবাড়ি প্রেসক্লাবের আহবায়ক শহিদুল ইসলাম, শ্রীপুরের সাংবাদিক রাতুল মন্ডল, আরিফুর রহমান আবির, মোশারফ হোসেন তজু ও নূরে আলম সিদ্দিকী প্রমূখ।

কোন মন্তব্য নেই