পাবনা-বগুড়া মহাসড়কে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে, নিহত ১ আহত-১৫

0
24

জি নিউজ ডেস্কঃ পাবনা-বগুড়া মহাসড়কে ছোন্দাহ ব্রিজ নামক এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. রফিক (৩২) নামের একজন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. রফিকের বাড়ি পাবনা সদর উপজেলা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সরকার ট্রাভেলর্স নামে একটি যাত্রীবাহী কোচ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় পাবআ-বগুড়া মহাসড়কের ছোন্দাহ ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচের হেলপার পাবনা সদর উপজেলার মো. রফিক (৩২) নামের একজন ঘটনাস্থলে মারা যান।

এছাড়াও এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে সবুজ (৩০), রিপন (৩৫), মামুন (২৫), সেলিনা খাতুন (৩০), সাইদুর রহমান (৪৫), খায়রুল ইসলাম (৩৫), সজিব (৩০), সানোয়ারকে (৩২) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল শেখ জিল্লুর রহমার ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

কোন মন্তব্য নেই