এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: এখন থেকে ঢাকা-সিলেট রুটের আন্তনগর পারাবত এক্সপ্রেসের টিকেট ক্রয়ে লাগবে যাত্রীর নাম, মোবাইল নম্বরের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ নম্বর। গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আগামী ২০ মার্চ থেকে যাত্রা শুরু হওয়া আন্তনগর ট্রেনের টিকেট ক্রয় করতে ১১ মার্চ থেকেই লাগবে নাম, মোবাইল নং ও পরিচয়পত্র ইত্যাদি। ঢাকা-চট্টগ্রাম লাইনের আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের টিকিট সংগ্রহে পরিচয়পত্র বাধ্যতামূলক করার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের আরও পাঁচটি আন্তনগর ট্রেনে এ পদ্ধতির আওতায় আনা হয়েছে। আগামী ২০ মার্চ থেকে এ পদ্ধতি চালু হবে। অর্থাৎ ১১ মার্চ যারা ২০ র্মাচের টিকিট সংগ্রহ করতে যাবেন তাদের সঙ্গে নিতে হবে জাতীয় পরিচয়পত্র। কারণ যাত্রার ১০ দিন পূর্বে ওই দিনের টিকিট দেয়া হয়।
এ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গোধূলি, তুর্ণানীশিতা এক্সপ্রেস ও ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেসের যাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে ওই পদ্ধতি মানতে হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কালোবাজারির হাত থেকে রেল টিকেটকে নিরাপদ রাখা ও নিরাপত্তাসহ য়থাযথ যাত্রীসেবা নিশ্চিত করতে টিকিটের গায়ে যাত্রীর নাম, বয়স এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর সম্পৃক্ত করা জরুরী হয়ে পড়েছিল। তিন/চার মাসের মধ্যে সকল আন্তনগর ট্রেনের টিকিটের রং পরিবর্তনসহ নতুন কাগজে নাম, এনআইডি ও বয়সযুক্ত টিকিট পুরোপুরি চালু করা হবে।
এ বিষয়ে আলাপকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, আন্তনগর ট্রেনের টিকেট ক্রয়ে পরিচয়পত্র আবশ্যকতার বিষয়টি তিনি অবগত আছেন, তবে শুরুতে ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকা রুটে শুধু আন্তনগর পারাবত এক্সপ্রেসে এ পদ্ধতি চালু হচ্ছে। ধীরে ধীরে সকল আন্তনগর ট্রেনের টিকেটেই পদ্ধতিটি চালু হবে।