পুঠিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ আটক-২

0
22

রাজশাহীর পুঠিয়া থানায় র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুজনকে জন আটক করা হয়েছে।

র‍্যাবব সুত্রে জানাযায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ২৩ জুলাই ২০২০ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ০৭ নং ওয়ার্ডের অধ্যাপক মোঃ মোকসেদ আলীর ভবনের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে।

উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুর রহমান (৪৯) (ড্রাইভার), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-পশ্চিম ফুলমতি, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম ২। মোঃ সোয়াকুল বাবর তালুকদার @ সোহাগ (৪৮) (হেলপার), পিতা-মোঃ মহতাব উদ্দিন তালুকদার, বর্তমান সাং-সংকরপুর ফয়জেরপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর, স্থায়ী সাং-পশ্চিম সরালিয়া, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাটদ্বয়কে, ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা, নগদ ২,৫০০/-টাকা, ০২ টি মোবাইল ফোন, ৩ টি সীমকার্ড, ০১ টি মেমোরীকার্ড,০১ প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

কোন মন্তব্য নেই