পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান গাজীপুরে আটক-১১

0
31
 জি নিউজ ডেস্কঃ গাজীপুর জেলা জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গাজীপুর সদর জয়দেবপুর থানার চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৩/১০/২০১৮ তারিখে কয়েকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় এবং সেবন করার সংবাদ পায়, উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এর নির্দেশে ইন্সপেক্টর(তদন্ত) সাখাওয়াৎ হোসেন এর নেতৃত্বে এস আই আনোয়ার হোসেন, এস আই আব্দুর রহমান, এস আই আল আমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন এবং নিন্মের ১১ জনকে আটক করে, আটক ১। মোঃ সোহেল রানা (২৬), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-পিরুজালী বর্তাপাড়া, সদর, গাজীপুর ২। মোঃ শফিকুল ইসলাম(২৫), পিতা- মমতাজ উদ্দিন, সাং- নোয়াগাঁও, শ্রীপুর, গাজীপুর ৩। মোঃ হাশেম খান (৩৮), পিতা-মৃত এজাম উদ্দিন, সাং-শ্রীপুর ঘোষপাড়া ,থানা আতাইকুল, জেলা পাবনা ৪। মোঃ চানমিয়া চানু(৪২), পিতা-মৃত আজিম উদ্দিন, সাং-রুদ্রপুর,সদর, গাজীপুর ৫। মোসাঃ আসমা খাতুন(৩২), স্বামী-চানমিয়া চানু, সাং-রুদ্রপুর,সদর, গাজীপুর ৬। মোঃ ইছাহাক(৩৫), পিতা-মোঃ শহর আলী, সাং-বরমী শ্রীপুর,গাজীপুর ৭। সুরেশ(৩৬), পিতা-ইদুরাম হরিদাস, সাং-ছয়দাড়, থানা+জেলা-শেরপুর ৮। আরিফুল ইসলাম সোহাগ(২৮), পিতা- মোঃ আবু জিহাদ,থানা+জেলা-শেরপুর ০৯। সোহেল রানা রাশেল(২৮), পিতা-মোঃ দুলাল খান,সাং-রুদ্রপুর,সদর, গাজীপুর ১০। পলাশ(২০), পিতা-আবুল সরকার, সাং-রুদ্রপুর,সদর, গাজীপুর – ১১। মোঃ মিজানুর রহমান মিজান, পিতা-মোঃ হালিমুদ্দিন, সাং-পৃর্বডগড়ী, সদর, গাজীপুর(দারা -৮৪৪/১৫ সাজাপ্রাপ্ত) দেরকে মাদকসহ সেবন অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ ধারা মোতাবেক প্রত্যেককে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন