পূর্ব শত্রুতার জেরে কৃষকের অর্ধলাখ টাকার সম্পদ নষ্ট

0
17

কাপাসিয়া (গাজীপুর) থেকে সাইদুল ইসলাম রনিঃ কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের আলী আমজাদ ফরেস্টারের নিজস্ব জমির লিচু ও কলা বাগান পূর্ব শত্রুতার জেরে বাগান কুপিয়ে অর্ধলাখ টাকার ক্ষতি করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

গত ২২ তারিখে রাতের অন্ধকারের মধ্যে যে কোন সময় কিছু দুর্বৃত্তরা ৮০টি ফলন্ত কলা গাছের গোড়া থেকে তুলে ফেলে, কেটে ফেলে এবং দশ- বারোটি টি চারা লিচু গাছের মুকুল আসা বড় ডালপালা দুমড়ে-মুচড়ে কাটা পড়িয়া থাকা অবস্থায় পাওয়া যায়।

পরে এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অবহিত করা হয়, স্থানীয় মেম্বার আব্দুল কাইয়ুম মোল্লা আসিয়া ক্ষয়ক্ষতি দেখিতে পায়।

উপস্থিত এলাকাবাসী জানায় এটা পূর্ব শত্রুতা মূলক পরিকল্পনায় এই ফসল বিনষ্ট করা হয়েছে।

বাগানের মালিক আলী আমজাদ ফরেষ্টার জানায়, আমার আপন সহোদর ছোট ভাই ফিরোজ মিয়া ও তার দুই পুত্র সন্তান মোঃ ফরিদ মিয়া ও মোঃ ফয়সাল মিয়ার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ বিদ্যমান ও দেওয়ানি মামলা আদালতে চলমানরত। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান ও ক্ষতিপূরণ দাবি করেন।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গাফফার ও মেম্বার জনাব আব্দুল কাইয়ুম মোল্লার সাথে আলোচনা করে কাপাসিয়া অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়।

কাপাসিয়া থানার এস আই রমজান আলী ও মাইনুল ইসলাম বলেন এ বিষয়টি পূর্বপরিকল্পিত ছিলো। জমি সংক্রান্ত বিরোধে এ ফসল নষ্ট করা হয়েছ। এতে কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। আলী আমজাদ ফরেষ্টারের ভাই ও তার দুই পুত্র করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন