প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন

0
21

এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)শায়েস্তাগঞ্জ উপজেলাসহ জেলার সর্বত্র প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া, আমাশয়, নিউমেনিয়া, সর্দি কাশিসহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এতে জেলা সদর আধুনিক হাসপাতালে দুই রুগীর মৃত্যু হয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক লোক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীদের অভিযোগ হাসপাতালে স্যালাইন না পেয়ে তাদের বাহির থেকে কিনতে হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গরম আবহাওয়ায় পানি শূণ্যতার কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। কমবেশি সব বয়সের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাক্তার মিঠুন রায় জানান, পরিবেশের তাপমাত্রা বাড়ার সাথেসাথে প্রচন্ড গরমে প্রতিদিন ২০/৩০ জন ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ রোগীদের মধ্যে শিশুর সংখ্যেই বেশী। আবার অনেকেই চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। অত্যাধিক রোগীর চাপে ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

কোন মন্তব্য নেই