জি নিউজ ডেস্কঃ স্পোর্টস ডেস্কঃ আগামী ৯ ডিসেম্বর, রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে ঘোষিত হয়েছে ওয়ানডে দলে থাকা খেলোয়াড়দের তালিকা। সেই দলের একজন পেসার রুবেল হোসেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে দলকে সুবিধাজনক পর্যায়ে নিয়ে যাওয়ার সুবাদে সুপরিচিত এই পেসার। তবে এবারের ওয়ানডে সিরিজে জয় চান তিনি।
অবশ্য কিছুদিন আগেই টেস্ট সিরিজে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। উইকেটের অবস্থা বিবেচনায় দলে একমাত্র পেসার হিসেবে ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে গণমাধ্যমে রটে গিয়েছিল, টেস্ট নাকি খেলতে চাননা রুবেল! এমন বক্তব্যকে মিথ্যা অ্যাখ্যা দিয়ে রুবেল বলেন, ‘এমন কথা কারা রটিয়েছে আমরা জানি না। টেস্ট না খেলতে চাওয়ার কোনো কারণ নেই। ক্রিকেট খেলেই আমাকে চলতে হয়। বিসিএলেও বোলিং করেছি। তাই খেলার সঙ্গে প্রতারণা করার কিছু নেই।’
টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে কোনো পেস বোলার ছাড়াই মাঠে নেমে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এমনকি প্রথম টেস্টে সুযোগ পাওয়া মুস্তাফিজ দুই ইনিংস মিলিয়ে মাত্র চার ওভার বল করেছিলেন। এই ব্যাপারে রুবেল বলেন, ‘উইকেটের অবস্থা বুঝে আমরা পেসার না নিয়েই টেস্ট খেলেছি। দলের পরিকল্পনা অনুযায়ী দেশের মাটিতে সফলও হয়েছি। তবে পেসারদের জন্য কিছুটা খারাপ লেগেছে।’
অবশ্য ওয়ানডে সিরিজ নিয়ে ইতিবাচকই ভাবছেন পেসার রুবেল। তিনি বলেন, ‘ওয়ানডের উইকেট টেস্টের মতো স্পিন সহায়ক হবে না। আমাদের পেসাররাও এমন উইকেটে ম্যাচ জেতাতে পারবে। টেস্টে স্পিনাররা সাফল্য পেয়ে রাজত্ব করলেও ওয়ানডে আলাদা সংস্করণ। এখানে এক দিনে যারা ভালো করবে, তাঁরাই জিতবে। ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আমরা জয়ের জন্য খেলব।’
স্পিনাররা টেস্ট সিরিজে তাঁদের ভরসা করার প্রমাণ দিয়েছেন। ওয়ানডেতে পেসাররা ভরসার এমন প্রতিদান দিতে পারবেন কি না, সেদিকেই নজর ভক্তদের।তথ্যসূত্রঃ Ntv অনলাইন।