প্রতিহিংসার আগুণে পুড়লো দুটি গবাদি পশু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে তালতলী গ্রামে প্রতিপক্ষের দেয়া আগুণে এক কৃষকের দুটি গবাদি পশু আগুণে পুড়ে মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার দিবাগত রাতে তালতলী গ্রামে মৃত মনিরুজ্জামানের ছেলে ছাইদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
কৃষক ছাইদুল ইসলাম জানান, তার সাথে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সবুজ, মহর আলীর ছেলে নুরুল ইসলাম ও রুসমত আলীর ছেলে শফিকুলের সাথে কয়েকবছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ইতিপূর্বে এই বিরোধের জের ধরে তার ২৮টি হাঁস বিষপ্রয়োগ করে হত্যা প্রতিপক্ষরা। এছাড়াও তার গবাধি পশুর খাবারের জন্য স্তুপ করে রাখা খড়েও আগুন দেয় তারা। এ নিয়ে বিভিন্ন সময় সে শ্রীপুর থানায় একাধিক অভিযোগ দেয় প্রতিপক্ষদের অভিযুক্ত করে। ধারণা করছি ক্ষিপ্ত হয়েই তারাই গত রাতে তার গবাদি পশুর থাকার জন্য ব্যবহৃত ঘরে (গোয়াল ঘরে) আগুন দেয়। এতে তার দুটি গরু আগুণে পুড়ে মারা যায়।
তিনি আরো জানান, এঘটনায় তাদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এদিকে অভিযুক্তদের বক্তব্যের জন্য তাদের বাড়ীতে গেলে পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, পশুর প্রতি নির্মমতার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।