ছাগল চুরির অভিনব কায়দা দেখা গেছে ঝিনাইদহে। প্রাইভেট কারের ভেতরে ছাগল নিয়ে চম্পট দেয়ার সময় ডিবি পুলিশের হাতে প্রাইভেট কার সহ ধরা পড়েছে দুই চোর।
ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, প্রাইভেট কারে ছাগল চুরির খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল কে অভিযানে পাঠানো হয় । পুলিশ অভিযান চালিয়ে প্রাাইভেটকারে ভর্তি দুইটি ছাগল উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করে । ঝিনাইদহ-মেহেরপুর মহাসড়কের ভেটেরিনারী কলেজে এলাকা থেকে অভিনব পন্থায় ছাগল চুরির এ ঘটনায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো হলো, মাগুরা জেলার মহম্মদপুরের খালিয়া মাঠপাড়ার আতিকুর রহমান ও একই জেলার সদও উপজেলার কালীনগরের অনিক সর্দ্দার । তাদের বর্তমান ঠিকানা যশোরের বারীনগর সাতমাইল গ্রামে ।
আটককৃদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।