প্রিয় কবি নজরুল
মো.শামীম মিয়া
দুখু মিয়া নামটি নিয়া
জন্ম তার আসানসোল,
দুখের মাঝে নানান সাজে
ফুটালে রঙিন শত ফুল।
কষ্টে ভরা জীবন ঘেরা
তারই মাঝে বেড়ে উঠা,
সাহস নিয়ে গান গেয়ে
সম্মুখ পানে এগিয়ে ছুটা।
কখনো সৈনিক কখনো নির্ভীক
মসজিদে করেছ শিক্ষকতা,
রুটি দোকানি বিচিত্র জীবনী
ভালোবাসায় বুকে মমতা।
ফিরলে শেষে বাংলাদেশে
ঘুমিয়ে আছো তার মাটি,
মসজিদ পানে আযান শুনে
দিনকে দিন যাচ্ছে কাটি।