ফেনীর ধর্মপু‌রে ডাকা‌তি প্রস্তু‌তিকা‌লে আটক-৫

0
11

জি নিউজ ডেস্কঃ ফেনীর ধর্মপু‌রের মঠবাড়ীয়া তুলাতলী এলাকার পাঞ্চাট বাড়ির দক্ষিণে ঝাউবাগানস্থ ব্রীজের গোড়া হতে ডাকাতির প্রস্তুতিকালে৫ জন‌কে আটক ক‌রে‌ে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার ২১ মে ভো‌রে এসআই শু‌রে‌জিৎ ২টি ছুরি, ৩টি লোহার রড়, ৫টি কালো মুখোশসহ ৫ জন‌কে আটক ক‌রে‌ছে । আটককৃতরা হল ফেনী পৌরসভার গাজী ক্রস রো‌ডের গিয়াস উদ্দিনের ছে‌লে আরিফুল ইসলাম বাবু প্রঃ ঠিকানা বাবু (২০), পিতা- মোঃ গিয়াস উদ্দিন,সদ‌রের ২। শর্শদী দক্ষিণ খানেবাড়ী (হাশেম চেয়ারম্যান বাড়ির জিয়া উ‌দ্দি‌নের ছে‌লে সজিব হোসেন সাকিব (২৪) একই বাড়ীর আবদুল মান্ন‌ানের ছে‌লে আব্দুস সাত্তার ফাহিম (২০), ছাগলনাইঢা কা‌শিপুর মু‌ন্সি বাড়ীর ই‌লিয়া‌ছের ছে‌লে মেহেদী হাসান আরজু (২০), পিতা- মোঃ ইলিয়াছ ও শহ‌রের রামপুর মিয়াজী বা‌ড়ির এলাকার মৃত মোস্তফার ছে‌লে তরিকুল ইসলাম অনিক (১৮)।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন