ফেনীর ফুলগাজীতে আগুনে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

0
10

শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ ফেনীর
ফুলগাজীতে আগুনে দগ্ধ গৃহবধূ অর্ণা রাণী দাসের (২০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। গত ২৭ জানুয়ারি বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বনিক পড়া গ্রামে চুলোর আগুন পোহাতে গিয়ে গৃহবধূ অর্ণা রাণী দাস আগুনে পুড়ে দগ্ধ হয়।
নিহত অর্ণা রাণী দাস ফুলগাজী সদর ইউনিয়নের বণিক পাড়া গ্রামের শিবলু কুমার তিলকের স্ত্রী ও ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া গ্রামের লক্ষ্মণ দাসের মেয়ে।

কোন মন্তব্য নেই