ফেনীর সদর হাসপাতাল রোডে ইয়াবা সহ ১ মাদকব্যবসায়ী ও সিএনজি আটক

0
42

শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে ফেনী সদর হাসপাতাল মোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মো. সাইফুলকে (৩৮) আটক করে র‌্যাব। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা।
আটক মো. সাইফুল জেলার ছাগলনাইয়া উপজেলার সোনাপুর চৌধুরী গাজী বাড়ির ইউনুসের ছেলে।
র‌্যাব-৭ ফেনী র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বুধবার দুপুরে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় চেক পোষ্ট বসিয়ে তল্রাশি চালায়। এসময় ছাগলনাইয়ার সোনাপুর এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ে আসা সিএনজি অটোরিক্সা আটক করে। পরে অটোরিক্সা চালক মোঃ সাইফুলকে তল্লাশি করলে লুঙ্গির ভাজ থেকে ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১২ হাজার ৫’শ টাকা।

কোন মন্তব্য নেই