ফেনী পাঁচগাছিয়া বাজারে রাতে চারটি দোকান ডাকাতি!

0
13

শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে একটি ওষুধ দোকানসহ চারটি দোকানে ডাকাতির ঘটনায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী মডেল থানা পুলিশ।

ভুক্তভোগীরা জানান শনিবার রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে আমরা চলে যাই সকালে এসে দেখতে পাই আমার দোকানের তালা ও চাটার লকার কাটা। দোকানে রক্ষিত সকল নামি-দামি কোম্পানীর মূল্যবান ঔষুধগুলি সব চুরি হয়ে গেছে। ঔষধ গুলোর মূল্য হবে ৭ লাখ টাকা, অপরদিকে রিপনের চা দোকান, রুবেলের মুদি দোকান ও একটি আরএফএল টিউবওয়েল গুদাম ঘরে রক্ষিত প্রায় তিন লাখ টাকার টিউবওয়েল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধরনা করা হচ্ছে ট্রাকে মোঃ ময়নাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা জানান মামলার প্রক্রিয়া চলছে ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন