বগুড়ার ধুনটে সংস্কারের অভাবে সড়ক ভেঙে ট্রাক খাদে 

0
16
জি নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনটে সংস্কারের অভাবে সড়ক ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার সহড়াবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানাযায়, চট্টগ্রাম থেকে একটি পাথর বোঝাই ট্রাক শহড়াবাড়ী ঘাটে যাচ্ছিল। ট্রাকটি ঘাট এলাকার ১নং বাঁধে পৌছিলে সড়ক ধসে ট্রাকটি খাদে পড়ে দুর্ঘটনার সিকার হয়। যার নং- ঢাকা মেট্র-ট ১৬-৬২৩১। দুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হয়। পরে স্থানীরা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে ঘাট ইজারদার হযরত আলী জানান, নদী ভাঙ্গন ও বন্যাপ্রবল এলাকায় আমার নিজস্ব তহবিল থেকে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সড়ক নির্মাণ করি। এই সড়কে প্রতিদিন প্রায় শত শত জানবাহন চলাচল করে। সরকারিভাবে সড়ক মেরামত ও পাকা না হওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহনসহ পথচারীরা। কয়েক লক্ষ টাকা দিয়ে ঘাট ইজারা নেবার পর শুধুমাত্র সড়ক সংস্কার না হবার কারনে দুর্ঘটনাসহ নানাভাবে লোকসানে আছে ইজারাদার।সড়ক সংস্কারের বিষয়ে জেলা পরিষদে জানানোর পরেও কোন কাজ হয়নি বলেও জানান ঘাট ইজারাদার হযরত আলী। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি মেরামত কার না হলে সড়ক দুর্ঘটনাসহ নানা সমস্যা দিনদিন বেড়েই চলবে বলে আশংকা করছে ইজারাদারসহ সাধারন মানুষ। সড়কটি মেরামত করার জন্য উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই