বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালীগঞ্জে আনন্দ শোভাযাত্রা

0
72

Exif_JPEG_420

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে কর্মসূচি পালন করেছেন উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের এই ¯েøাগানকে সামনের রেখে পরিষদ চত্বর হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা এ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাদেকুর রহমান আকন্দ, কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিরুন্নেসা প্রমুখ।

কোন মন্তব্য নেই