বরগুনার দুটি কমিউনিটি সেন্টারের উদ্বোধন।
মোঃ শহিদুল ইসলাম শাওন,আমতলী ( বরগুনা) থেকে
বরিশাল বিভাগের ৬ জেলায় ২০টি কমিউনিটি সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন থেকে ভারচুয়ালি যুক্ত হয়ে কমিউনিটি সেন্টারগুলোর উদ্বোধন করেন তিনি। টেলিকমিউনিকেশনের মাধ্যমে কমিউনিটি ভিশন সেন্টারের কল্যানে প্রন্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় অত্যাধুনিক চক্ষু চিকিৎসা পাবেন চক্ষু রোগীরা।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে বেজ হাসপাতাল ধরে বরিশাল বিভাগে পরিচালিত হবে কমিউনিটি সেন্টারের কার্যক্রম।
কমিউনিটি সেন্টারের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়ালি বরগুনার আমতলীতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
বরগুনার দুটি কমিউনিটি সেন্টার থেকে এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন ১৯৭০ জন। এ উদ্যোগকে যুগোপযোগী উল্লেখ করে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার অনন্য নজির স্থাপন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সটঃ মোঃ আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার, বরিশাল।
সটঃ ডাঃ দেবব্রত পাল, বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।