জি নিউজ ডেস্কঃ
1. প্রশ্ন: বাংলাদেশের অস্ত্র নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
উঃ গাজিপুর।
2. প্রশ্ন: বাংলাদেশের মোটর গাড়ির সংযোজনের বৃহত্তম কারখানার নাম কি?
উঃ প্রগতি ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম।
3. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি?
উঃ চট্টগ্রাম স্টীলমিল, চট্টগ্রাম।
4. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানার নাম কি?
উঃ চট্টগ্রাম ডকইয়ার্ড, চট্টগ্রাম।
5. প্রশ্ন: বাংলাদেশের কোথায় মোটর সাইকেল সংযোজন কারখানা করা হয়?
উঃ এটলাস বাংলাদেশ লিঃ, টংগী।
6. প্রশ্ন: বাংলাদেশের তেল শোধনাগার কোনটি ও কোথায় অবস্থিত?
উঃ ইস্টার্ন রিফাইনারী, চট্টগ্রাম।
7. প্রশ্ন: বাংলাদেশের কোথায় টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত?
উঃ টংগী, গাজিপুর।
8. প্রশ্ন: বাংলাদেশের অস্ত্র নির্মান কারখানা কোথায়?
উঃ গাজিপুর।
9. প্রশ্ন: দেশের প্রথম ইকো পার্ক কোনটি?
উঃ সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়।
10. প্রশ্ন: দেশের প্রথম সাফারি পার্কের নাম কি?
উঃ বঙ্গবন্ধু সাফারি পার্ক।
11. প্রশ্ন: দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উঃ কক্সবাজারের ডুলাহাজরা।
12. প্রশ্ন: বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ শিল্প মন্ত্রণালয়।
13. প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে মোট চিনি কলের সংখ্যা কতটি?
উঃ ১৪ টি।
14. প্রশ্ন: দেশের সর্ববৃহৎ চিনি কল কোনটি?
উঃ কেরু এন্ড কোঃ লিঃ, দর্শনা।
15. প্রশ্ন: ব্রিটিশ বাংলার প্রথম পাটকল কবে কোথায় স্থাপন করা হয়?
উঃ ১৮৫৫ সালে, কলকাতায়।
16. প্রশ্ন: বর্তমান বাংলাদেশের কোথায় প্রথম পাটকল কোথায় স্থাপন করা হয়?
উঃ সিরাজগঞ্জে।
17. প্রশ্ন: বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্রগুলো কোথায় অবস্থিত?
উঃ ঢাকা ও খুলনায়।
18. প্রশ্ন: বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম পাটকল কোনটি ছিল?
উঃ আদমজী পাটকল।
19. প্রশ্ন: আদমজী পাটকলের তাঁত সংখ্যা ছিল?
উঃ ৩,০০০ টি।
20. প্রশ্ন: আদমজী পাটকল স্থাপন করা হয়?
উঃ ১৭ জুন, ১৯৫১ সাল।
21. প্রশ্ন: আদমজী পাটকলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ পাকিস্তানের গুল মোহাম্মদ।
22. প্রশ্ন: আদমজী পাটকল কবে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়?
উঃ ৩০ জুন, ২০০২।
23. প্রশ্ন: দেশের সর্ববৃহৎ সিমেন্ট কারখানা কোনটি?
উঃ শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ।
24. প্রশ্ন: লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
উঃ সুনামগঞ্জের ছাতকে
25. প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল কোনটি?
উঃ কর্নফুলী পেপার মিল।
26. প্রশ্ন: কর্নফুলী পেপার মিলের কাঁচামাল কি?
উঃ বাঁশ।
27. প্রশ্ন: পাকশী পেপার মিলের কাঁচামাল কি?
উঃ আখের ছোবড়া।
28. প্রশ্ন: সবুজ পাট দিয়ে কাগজের মন্ড তৈরীর প্রযুক্তি কোন দেশ উদ্ভাবন করে?
উঃ বাংলাদেশ।
29. প্রশ্ন: বাংলাদেশে মোট কাগজের কলের সংখ্যা কত?
উঃ ১০ টি।
30. প্রশ্ন: প্রাইভেটাইজেশন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯৩ সালে।
31. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
উঃ যমুনা ফার্টিলাইজার কোং লিঃ।
32. প্রশ্ন: যমুনা র্ফাটিলাইজার কারখানা কোথায় অবস্থিত?
উঃ জামালপুর জেলার তারাকান্দি।
33. প্রশ্ন: বেসরকারী খাতে সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
উঃ কাফকো।
34. প্রশ্ন: ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি?
উঃ মিথেন গ্যাস।
35. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত?
উঃ চন্দ্রঘোনায়।
36. প্রশ্ন: বাংলাদেশের প্রথম বস্ত্রকল কোনটি?
উঃ সায়হাম কটন মিল।
37. প্রশ্ন: মাথা পিছু বাৎসরিক কাপড়ের চাহিদা কত?
উঃ ১১ মিটার।
38. প্রশ্ন: বাংলাদেশের ডান্ডি বলা হত?
উঃ নারায়নগঞ্জ।