বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ৫ উইকেটে ৭৫ রানে ওয়েস্ট ইন্ডিজ

0
16

জি নিউজ ডেস্কঃ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫০৮। মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং করতে নেমে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছে সফরকারিরা। ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শেষ করেছে তারা। এখনও ফলোঅন এড়াতে দরকার ১৩৪ রান। আর বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে আছে ৪৩৩ রানের বড় ব্যবধানে। বাংলাদেশের স্পিন আক্রমণে ভীত ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানই হয়েছেন বোল্ড। ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন দলীয় অধিনায়ক সাকিব। ওই ওভারেই উইকেট তার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটকে শূন্য রানে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর ষষ্ঠ ওভারে এসে কাইরন পাওয়েলকে ৪ রানে সাজঘরের পথ দেখান মেহেদী হাসান মিরাজ।৭ রান করে সাকিবের দ্বিতীয় শিকার সুনিল এমব্রিস। আর শূন্য রানেই দলের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হন রস্টন চেজ। তার উইকেটটিও নেন মিরাজ। থিতু হতে চেয়েছিলেন শাই হোপ। তাকেও ১০ রানের বেশি এগোতে দেননি মিরাজ। হোপও হন বোল্ড। ২৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে তখন চোখে রীতিমত ‘সর্ষে ফুল’ দেখছিল ক্যারিবীয়রা।সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টায় লড়ে যাচ্ছেন সিমরন হেটমেয়ার আর শেন ডোরিচ। ষষ্ঠ উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন ৪৬ রানে। হেটমেয়ার ৩২ আর ডোরিচ ১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন