জে এফ মিরাজ বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদ ও যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী মেকানিক পদে ৭২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং এক বছর মেয়াদী ট্রেডকোর্স উত্তীর্ণ হতে হবে। ১৮ নভেম্বর ২০১৮ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত জেলার প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
বেতনস্কেল:
সহকারী মেকানিক পদে বেতন জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, ১০,২০০/- ২৪,৬৮০/ টাকা।
আবেদনের নিয়ম:
প্রার্থীরা অনলাইনে www.badc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ নভেম্বর সকাল ১০ টায়। আবেদন করা যাবে ৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।