বানিয়াচঙ্গে গৃহবধুর মৃত্যু- পিতার দাবী যৌতুকের বলি

0
62

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ যাত্রাপাশা নামক গ্রামে জনি আক্তার (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি)রাতে বানিয়াচঙ্গের যাত্রাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই দিন রাতে সে সকলের অগোচরে বিষপান করে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জনি আক্তার ওই গ্রামের রাজমিস্ত্রি মোক্তার হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
খবর পেয়ে জনির আক্তরের পিতা সেখানে যান। গৃহবধূর পিতা আব্দুল সালামের দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য হত্যা করেছে। এ ব্যাপারে আলাপকালে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন