জি নিউজ ডেস্ক: বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে স্কুলকলেজের শিক্ষার্থী।এসময় হত্যায় জড়িত পরিবহনের মালিক, শ্রমিকদের কঠোর শাস্তি দাবি করছেন এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করছেন।
সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বন্ধ হয়ে যায় বিমানবন্দর সড়কে যান চলাচল। এসময় সৃষ্টিহয় দীর্ঘ যানজট যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
ক্যামন্টমেন্ট থানার ওসি জানান, শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা রাস্তার পাশে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হলে আহত হন আরও ১৩ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নিহত আবদুল করিম শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আরেক শিক্ষার্থী দিয়া খানম ওরফে মীম একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।