জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জ জেলার মাটি বোঝাই ট্রাক চাপায় সিয়াম(৭) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গত শনিবার ১৭ নভেম্বর দুপুরে বাহুবল মহাসড়কের মৌচাক নামক স্থানে ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে উল্লেখিত সময়ে সিয়াম রাস্তা পারাপার হওয়ার সময় মাটি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিয়াম উপজেলার কবিরপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র। সে শাহজালাল নূরানী মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। ঘটনার খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে ট্রাক চালক আব্দুল হান্নানকে আটক করেন। আটক ট্রাক চালক উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উদ্দিনের পুত্র।