বাহুবলে রুমানা হত্যা- ঘাতকের স্বীকারোক্তি

0
31

বাহুবলে রুমানা হত্যা- ঘাতকের স্বীকারোক্তি

জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে আলোচিত রুমানা আক্তার (২২) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পিবিআই। ঘটনার মূল হোতা জুবায়ের আহমদ আদালতে দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে হত্যাকান্ডে কথা অকপটে স্বীকার করেছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ প্রধানের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয়। পরে এ বিষয়ে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১৮ সালে বাহুবল উপজেলার রাজাপুর গ্রামের বানেছা বেগমের কন্যা স্বামী পরিত্যক্তা রুমানা আক্তারের (২২) পিত্রালয়েই বসবাস করতেন। এদিকে একই গ্রামের জুবায়ের আহমদ (২৪) নামে এক যুবকের সাথে তাঁর সম্পর্ক গড়ে উঠে।

ঘটনার দিন ৬ আগস্ট ২০১৮ রাত ১১টার দিকে ঘাতক জুবায়ের ফুসলিয়ে রুমানাকে পার্শ্ববর্তী ঈদগাহের কাছে নিয়ে যায়। পরে জুবায়ের ও তার বন্ধুবান্ধব মিলে রূমানার শ্লীলতাহানি করে। এ সময় রুমানা বিষয়টি সকলকে জানানোর কথা বললে তাৎক্ষণিক জুবায়ের ও তার সঙ্গীরা রুমানাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তখনই জুবায়ের ও তার বন্ধুবান্ধব মিলে তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ঈদগাহের পাশে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।

ঘটনার পরদিন নিহতের মা বানেছা বেগম বাদি হয়ে বাহুবল থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বাহুবল থানা পুলিশ মামলাটি তদন্ত শুরু করে। পুলিশ প্রায় ৪ মাস তদন্ত করলেও কোন রহস্য উদঘাটন করতে পারেনি। অবশেষে ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মামলাটি পিবিআই’র নিকট হস্তান্তর করা হয়। পিবিআই’র এসআই মোহাম্মদ মাইনুল ইসলাম সন্দেহভাজন হিসেবে চলতি বছরের ৬ মার্চ সাইফুর রহমানকে আটক করেন। পরে সাইফুর রহমানের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ধর্ষক মামুনুর রশিদ, আবু সাঈদ ও জুবায়েরকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সবশেষে জুবায়ের আহমদ গত শনিবার আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্য আসামী ধর্ষক ইলিয়াছ পলাতক রয়েছে। জুবায়েরর তথ্য অনুযায়ী শুক্রবার রাতে বাহুবল উপজেলার রাজাপুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মামলার তদন্ত অফিসার পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম ও মোক্তাদির আলম উপস্থিত ছিলেন। এদিকে শনিবার দুপুরে আটক জুবায়েরকে আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন