শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ মোঃ মোবাশ্বিরের সমন্বয়ে গঠিত একদল পুলিশ বাহুবলের মুদাহরপুর গ্রামের অভিযান পরিচানা করে।
এতে পূর্বের একটি ডাকাতি মামলায় মৃত বাজিদ উল্লার পুত্র ডাকাত ইয়ার হোসেন (২৬) ও ডুবাঐ গ্রামের শহিদ মিয়ার পুত্র ডাকাত আঃ ওয়াহিদ রুবেলকে গ্রেফতার করা হয়। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতির সাথে জড়িত উপজেলার উত্তর স্নানঘাট গ্রামের মৃত মহরম আলীর পুত্র রশিদ মিয়া (৩২) ও দক্ষিণ স্নানঘাট গ্রামের আফসর উদ্দিনের পুত্র বশির মিয়াকে(৪৩)ও গ্রেফতার করা হয়েছে। সোমবার(১১ ফেব্রুয়ারি)তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্বের একটি ডাকাতির ঘটনার এক সপ্তাহের মধ্যে লুণ্ঠিত অর্থ ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ উক্ত ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত রশিদ মিয়ার নিকট থেকে লুণ্ঠিত ১২ হাজার ৫’শ টাকা, বশির মিয়ার নিকট থেকে ৮ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, তিনি ডাকাতির ঘটনা জানার পর থেকেই রহস্য উদঘাটনে তৎপর ছিলেন। ফলে স্বল্প সময়ের মধ্যে ডাকাতির সাথে জড়িতদের আটকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হন।