বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ, কালিয়াকৈর কর্মীসভায় বক্তারা

0
1

বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ, কালিয়াকৈর কর্মীসভায় বক্তারা

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল অভিযোগ করেছেন যে, শেখ হাসিনার সরকার ডিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক রেখে গেট বন্ধ করে রাখা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিধান চন্দ্র বর্মন। প্রধান বক্তা ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব কাজী মোশাররফ হোসেন রবিন,নুর মোহাম্মদ  ও সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ।

এছাড়া, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহসীন সরকার, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ এমারত হোসেন, উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক বিএম মামুনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কর্মীসভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন