বিজয় দিবসেও সীমান্তে ১ বাংলাদেশীকে গুলি করে হত্যা!

0
16

বিজয় দিবসেও পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী!

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে জাহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে তার লাশ টেনে হেঁচড়ে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে গরু আনার অভিযোগে ভারতীয় বাহিনী গুলি করে হত্যা করে জাহিদুল ইসলামকে।

জানা যায়, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে গরু পার করার অভিযোগে ভারতের ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর সেনারা জাহিদুলকে লক্ষ্য করে গুলি করলে জাহিদুল ঘটনাস্থলে মারা যান। নিহত জাহিদুল ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পাটগ্রামের শমসের নগর বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর কোম্পানী কমান্ডার সুবেদার আজহারুল জানান, সীমান্তে জাহিদুলের মৃত্যুর বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন।

এ ঘটনায় কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ভারতীয় বাহিনীকে কড়া প্রতিবাদ পত্র পাঠিয়ে নিহতের মরদেহ ফেরত চাওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই