বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২০ তম জন্মবার্ষিকী আজ

0
66

জি নিউজ ডেস্কঃ ক্ষনজন্মা ঐতিহাসিক অবিস্মরণীয় এক নাম বিদ্রোহী কবি –কাজী নজরুল ইসলাম
আজ ১১ জ্যৈষ্ঠ। বাংলাসাহিত্যের চিরবিস্ময়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দারিদ্র্যপীড়িত পরিবারে জন্ম নেন এ কালোত্তীর্ণ প্রতিভা।

অনন্য সাহিত্যপুরুষ নজরুল বিদ্রোহ, প্রেম, সাম্য, চির তারুণ্য, সকল ধর্ম ও সকল মানুষের কবি। তার এক হাতে ছিল বাঁকা বাঁশের বাঁশরী, আরেক হাতে রণতুর্য। তার সাহিত্যকর্মের মুল বিষয় ছিলো মানবতা।

বিশেষ করে ইসলামী গান রচনার ক্ষেত্রে তার কালজয়ী প্রতিভা ছিলো অারো দীপ্তিমান। তার রচিত ইসলামী গানগুলো প্রতিটি মুসলিমের হৃদয়কে অাজও ছুঁয়ে যায়। এ ক্ষেত্রে নজরুলের অাবির্ভাব যেনো এক নবযুগের সুচনা।

বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রাণপুরুষ কাজী নজরুল ছিলেন উপ মহাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ কন্ঠস্বর ও বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম কারিগর। আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস ছিল তার গান ও কবিতা।

কাজী নজরুল ইসলাম আমাদের সামনে চলার পথে এক উজ্জ্বল নক্ষত্র ও প্রেরণার বাতিঘর। দোয়া করি, অাল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন