বিপিএম পদক পেলেন শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শহিদুল ইসলাম মোল্লা বিপিএম-সেবা (সাহসীকতা) পদক পেয়েছেন।
আজ সোমবার (৪ ফেব্রুয়ারী) পুলিশ সপ্তাহের প্রথম দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম-সেবা পদক পেয়েছেন।এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএম-সেবা (সাহসীকতা) পদক পড়িয়ে দেন।
উল্লেখ্য, এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা ১৯৯৫ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।তারপর থেকে সততা মেধা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।তার দায়িত্বশীল কাজের প্রতিদান হিসেবে প্রথমে এএসআই ও পরে এসআই হিসেবে পদন্নোতি লাভ করেন। ২০১৫ সালে তিনি তদন্ত অফিসার হিসেবে আইজিপি পদক ও ২০১০ সালে জাতিসংঘ মিশনে যোগদান করে কৃতিত্বের দায়িত্ব পালন করেন।পরবর্তীতে ২০১৬ সালে শ্রীপুর মডেল থানায় যোগদান করে অদ্যাবধি টানা ৮ম বারের মত ঢাকা রেঞ্জের সেরা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।এবং ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য বিপিএম-সেবা পদক পেয়েছেন।