জি নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া ৩৯১টি বিদেশী পাখি ও বন্যপ্রাণীর স্থান হলো গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
মঙ্গলবার (৭ আগষ্ট) বিকেলে বঙ্গুবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কোয়ারেন্টাইন বেষ্টনীতে রাখা হয় পাখিগুলো । টানা ২১ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর সেগুলো দর্শনার্থীদের জন্য পার্কের পাখিশালায় স্থানান্তর করা হবে।
গত সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে লাভবার্ড, কমন লেমুর, ম্যাকাও, ময়ুর, মানকি, কাকাতুয়া সহ বিপন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। পরে বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগ উদ্ধার হওয়া পাখি ও প্রাণীগুলোকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা প্রাণীগুলো অনেকটাই দুর্বল।এরমধ্যে পর পর কয়েকটি পাখি মারাও গেছে। আমরা প্রাণীগুলোে হাতে পেয়ে এগুলোকে রাখার উপযুক্ত ব্যবস্থা করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, গতকাল বিকেলে অসীম মল্লিক তাঁদের কাছে পাখিগুলো হস্তান্তর করেন। তাঁরা এগুলো পার্কের কোয়ারেন্টাইন বেষ্টনীতে অবমুক্ত করেন। উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে ১২টি কমন মার মুসেট মানকি, ৮টি ময়ুর, ৩০টি আফ্রিকান গ্রে প্যারেট, ১৫ টি ম্যাকাও, ৪টি কাকাতুয়া, ২০ টি কমন লেমুর ও ১৫০টি লাভ বার্ড রয়েছে। এর মধ্যে কয়েকটি মারা প্রাণী মারা গেছে।